Published : 15 Oct 2022, 07:58 PM
মাঠের বাইরের কাণ্ডে আবারও খবরের শিরোনাম হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ম্যাসন গ্রিনউড। জামিনের শর্ত ভাঙার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে।
বান্ধবীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত জানুয়ারির শেষ দিকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রিনউডকে। হত্যার হুমকি দেওয়ার অভিযোগেও তখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।
পরে তিনি জামিনে মুক্ত হন। এখনও তাকে অভিযুক্ত করা হয়নি। গত জুনে তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার ম্যানচেস্টারের বাওডেনে নিজের বাড়ি থেকে গ্রিনউডকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের একজন প্রতিনিধি বিবৃতিতে বলেন, ২১ বছর বয়সী একজন ব্যক্তির জামিনের শর্ত ভাঙার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিনউডের বিরুদ্ধে তার বান্ধবী শারীরিক নির্যাতনের অভিযোগ আনার পরপরই এই খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করে তার ক্লাব।
ওই ঘটনার পর গ্রিনউডকে ফিফা গেমসের সব স্কোয়াড থেকে সরিয়ে ফেলা হয়। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকিও তার সঙ্গে সম্পর্ক বাতিল করে।
ইউনাইটেডের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা গ্রিনউডের মূল দলে অভিষেক হয় ২০১৯ সালের মার্চে। ২০২১ সালে ম্যানচেস্টারের দলটির সঙ্গে চার বছরের চুক্তি করেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১২৯ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন গ্রিনউড। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখনও মাঠে নামা হয়নি ইংল্যান্ডের জার্সিতে একটি ম্যাচ খেলা এই ফুটবলারের।