Published : 28 Jul 2023, 03:32 PM
ফাবিনিয়োর দলবদলের গুঞ্জন দিনে দিনে আরও জোরাল হচ্ছে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে হয়তো এই কারণেই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে মূল দলের বাইরে রেখেছে লিভারপুল। জার্মানির পর সিঙ্গাপুর সফরেও ইংলিশ ক্লাবটির স্কোয়াডে তার জায়গা হয়নি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৪ জুলাই ফাবিনিয়োর জন্য লিভারপুলকে ৪ কোটি পাউন্ডের প্রস্তাব দেয় আল ইত্তিহাদ। এরপর জার্মানি সফরে তাকে দলে রাখেননি ইয়ুর্গেন ক্লপ।
সৌদি আরবের ক্লাবটিতে ২৭ বছর বয়সী এই ফুটবলারের যোগ দেওয়া নিশ্চিত না হলেও এশিয়া সফরে তাকে দলের বাইরেই রাখল লিভারপুল।
সিঙ্গাপুর সফরে আগামী রোববার লেস্টার সিটি ও বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে লিভারপুল।
২০১৮ সালের জুলাইয়ে ৩ কোটি ৯০ লাখ পাউন্ডের বিনিময়ে ফরাসি ক্লাব মোনাকো থেকে লিভারপুলে নাম লেখান ফাবিনিয়ো।
সেই থেকে অ্যানফিল্ডের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১১টি। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।