Published : 09 Nov 2022, 02:29 PM
সাইফ স্পোর্টিংয়ে কাছে তিন মাসের বেতন পাওনা দাবি করেছেন জামাল ভূইয়া। এই ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কাছেও অভিযোগপত্র দিয়েছেন এই মিডফিল্ডার।
গত ২ নভেম্বর বাফুফের কাছে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি বুধবার ভিডিও বার্তায় প্রকাশ করেন জামাল। সেখানে তিনি সাইফ স্পোর্টিংয়ের কাছে গত মৌসুমের তিন মাসের বেতন বকেয়া থাকার কথা জানান।
২০২১-২২ মৌসুমে সাইফের সঙ্গে থাকা চুক্তি অনুযায়ী জামালের দাবি, তিন মাসের তার বকেয়া বেতনের অঙ্ক সাড়ে ১৬ লাখ টাকা। পাওনা অর্থের জন্য ক্লাব সভাপতি ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও শেষ পর্যন্ত প্রত্যাশিত সাড়া না পাওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন বাফুফেকে দেওয়া চিঠিতে।
ভিডিও বার্তায় জামাল বলেন, “২ নভেম্বর, ২০২২ আমি বাফুফেকে একটি অভিযোগ পত্র পাঠিয়েছি সাইফ স্পোর্টিংয়ের কাছে আমার পাওনা বকেয়া বেতন ইস্যুতে। অভিযোগ পত্রে বিস্তারিত লেখা আছে। ক্লাব সভাপতি তরফদার রুহুল আমিন, তার ছেলে প্রেসিডেন্ট তরফদার সাইফ, সাধারণ সম্পাদক, ম্যানেজার….চিঠিতে বিস্তারিত লেখা আছে।
“দূর্ভাগ্যজনকভাবে আমার বেতন দিচ্ছে না। যে কারণে আমি অভিযোগ পত্র দিয়েছি। যারা সাইফে খেলেছে, সবাই বেতন পেয়েছে, কেবল আমি শুধু বাকি আছি। তিন মাস হয়ে গেল…এটা খুবই দুর্ভাগ্যজনক। আশা করি, যত দ্রুত সম্ভব আমরা সমস্যার সমাধান করতে পারব এবং আশা করি, সেটা সবার জন্য ভালো হবে।”
২০১৭ সাল থেকে গত মৌসুম পর্যন্ত সাইফ স্পোর্টিংয়ে খেলেন জামাল; ছিলেন দলটির অধিনায়কও। গত মৌসুম শেষে হঠাৎ করেই ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় দলটি।