Published : 30 Oct 2023, 07:16 PM
মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পর চুমু কাণ্ডের জন্য বড় শাস্তি পেয়েছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরইএফএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। ফুটবল-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
বিশ্বকাপ ফাইনালে গত ২০ অগাস্ট ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে উৎসবের মাঝেই ওই বিতর্কিত কাণ্ড করে বসেন রুবিয়ালেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই তিনি আলিঙ্গন করেন। গালে ও কপালে চুমু এঁকে দেন অনেকের। তবে ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি।
ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। সমালোচনাকারীদের প্রথমে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করেন তিনি। তবে সমালোচনার তীব্রতা বাড়লে বিতর্কিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। দাবি করেন, এরমোসোরও এতে সম্মতি ছিল। তবে এরমোসো পরিষ্কার করে বলেন, তার কোনো সম্মতি ছিল না।
চাপের মুখে গত মাসে আরইএফএফ সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রুবিয়ালেস। এরমোসো পরে রুবিয়ালেসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।
ফিফা প্রাথমিকভাবে রুবিয়ালেসকে ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। ফিফার শৃঙ্খলাবিধির ১৩ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। রুবিয়ালেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে বলেও জানানো হয়।
গত মাসে মাদ্রিদের একটি আদালত রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জবরদস্তির ফৌজদারি অভিযোগ বিবেচনা করে তাকে এরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে বারণ করে দেয়। রুবিয়ালেস যদিও অভিযোগ অস্বীকার করেন।
ফেডারেশনে পরিবর্তন না আনা পর্যন্ত বিশ্বকাপ জয়ী স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই জাতীয় দলকে বয়কটের ঘোষণা দিয়েছিল। গত মাসে বরখাস্ত করা হয় বিশ্বকাপ জয়ী কোচ হোর্হে ভিলদাকে। ফৌজদারি মামলার অংশ হিসেবে রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত চলছে।
এরমোসো বলেছিলেন, ওই চুমুর ঘটনায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই মাসে তিনি জাতীয় দলে ফেরেন এবং ইতালির বিপক্ষে ৮৯তম মিনিটে দলের জয়সূচক গোল করেন।