মেয়েদের বিশ্বকাপে নকআউট পর্বে আগে কোনো জয়ের অভিজ্ঞতাই ছিল না যে দলের, তারাই এবার উপহার দিল অবিশ্বাস্য সব পারফরম্যান্স। শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল, একে একে তিন গ্রুপ চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ আরও শক্তিশালী, গতবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে এই স্পেন দলের সবাই যেন অন্য ধাতুতে গড়া। প্রথমবারের মতো ফাইনালে খেলার স্নায়ুচাপকে বশ করে, ওলগা কারমনার একমাত্র গোলে উঠে বসল তারা সুউচ্চ অবস্থানে। পরল বিশ্ব সেরার মুকুট। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপন করছেন স্পেন দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স