Published : 30 Oct 2023, 12:56 PM
লিগ আঁর ম্যাচ খেলতে মার্সেইয়ের মাঠে যাওয়ার পথে ছিল লিওঁ দল। হঠাৎই তাদের বাসের দিকে শুরু হয় পাথর, বিয়ারের বোতল নিক্ষেপ। তাতে ‘মারাত্মক আহত’ হন লিওঁ কোচ ফাবিও গ্রোসো।
লিগে রোববার মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ ছিল লিওঁর। ওই কাণ্ডে ম্যাচটি স্থগিত করা হয়। কিন্তু মার্সেই সমর্থকদের এমন আচরণ ভাবিয়ে তুলেছে সবাইকে।
কোচ ‘মারাত্মক আহত’ হওয়ার পর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে বলে সতর্ক করেছে লিওঁ। এদিকে ওই অপ্রত্যাশিত ঘটনার নিন্দা জানিয়েছে মার্সেই।
লিওঁর সমর্থকদের বহনকারী ছয়টি বাসও ম্যাচের আগে হামলার লক্ষ্য ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। লিওঁ বিবৃতিতে জানিয়েছে, “এটা দুঃখের যে, প্রতি বছর মার্সেইয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।”
ক্লাবসূত্র জানায়, বেশ কিছু মানুষ টিম বাসে ‘সহিংসভাবে আক্রমণ’ করে। তাদের ছোড়া বস্তুর আঘাতে বাসের জানালা ভেঙে গিয়েছিল।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, স্ট্রেচারে শুয়ে আছেন রক্তাক্ত গ্রোসো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার সময় কোচ ও তার সহকারী সরাসরি ‘আঘাত’ পেয়েছেন। কোচের মুখে আঘাত লাগার কথা জানিয়েছেন ক্লাব সভাপতি।
বাসে হামলার পরও খেলার ইচ্ছা ছিল লিওঁর। কিন্তু তাদের সিদ্ধান্তে বদল আসে কোচ আহত হওয়ায়। একই সঙ্গে খেলোয়াড়দের মানসিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।