Published : 18 Dec 2023, 02:59 AM
প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রেয়াল মাদ্রিদ। বিরতির পর ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় ভিয়ারিয়াল। পরে যদিও আর তেমন কিছু করতে পারেনি তারা। অনায়াস জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে রেয়ালের জয় ৪-১ গোলে। গত সপ্তাহে রেয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারানোর পর লিগে জয়ে ফিরল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের পরের গোল দুটি করেন ব্রাহিম দিয়াস ও লুকা মদ্রিচ। সফরকারীদের গোলটি করেন হোসে লুইস মোরালেস।
এগিয়ে যাওয়ার প্রথম সেরা সুযোগটি রেয়াল পায় চতুর্দশ মিনিটে। ব্রাহিম দিয়াসের কোনাকুনি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ভাগ্য সহায় হলে আট মিনিট পর গোল পেতে পারতেন মদ্রিচ। কিন্তু ক্রোয়াট মিডফিল্ডারের দূর থেকে নেওয়া শটে বল ক্রসবারের ওপরে লেগে বেরিয়ে যায়।
৩৮ বছর বয়সী মদ্রিচের দুর্দান্ত অ্যাসিস্ট আর ২০ বছর বয়সী বেলিংহ্যামের দারুণ ফিনিশিংয়ে ২৫তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। ডান দিক থেকে লুকাস ভাসকেসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় অসাধারণ এক ক্রস বাড়ান মদ্রিচে, যা ছয় গজ বক্সের বাইরে খুঁজে পায় বেলিংহ্যামকে। লাফিয়ে জোরাল হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।
আসরে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন বেলিংহ্যাম। ১৫ ম্যাচে তার গোল হলো ১৩টি। এবারের লা লিগায় গোলদাতার তালিকায় তার চেয়ে ৩ গোল কম নিয়ে দুইয়ে আছেন গেতাফের বোরহা মায়োরাল।
খানিক বাদে উভয় দলেই চোট আঘাত হানে। ২৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের মিডফিল্ডার আলেহান্দ্রো বায়েনা। আর প্রতিপক্ষের থেকে বল কাড়তে গিয়ে পায়ে আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ মাঠেই পড়ে থাকেন রেয়াল ডিফেন্ডার ডাভিড আলাবা। পরে দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি।
৩৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে জটলার মধ্যে ভাসকেসের ছোট পাস পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচে ৯টি গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বিরতির পরও চাপ ধরে রেখে খেলতে থাকে রেয়াল। ৫৪তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে তাদেরকে স্তব্ধ করে দেয় ভিয়ারিয়াল। রামোনের পাস বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ভেতরে ঢুকে নিচু শটে ব্যবধান কমান মোরালেস। পুরো ম্যাচে লক্ষ্যে এটাই তাদের একমাত্র শট।
কিছুক্ষণ বাদেই চার মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের সম্ভাবনাকে জোরাল করে রেয়াল।
৬৪তম মিনিটে মাঝমাঠের কাছে ফ্রান গার্সিয়ার পাস নিয়ন্ত্রণে নেওয়ার মাঝেই দারুণ ভঙ্গিতে একজনকে ফাঁকি দিয়ে ছুটতে থাকেন দিয়াস। ডি-বক্সে ঢুকে আরও একজনকে কাটিয়ে নিখুঁত শটে দলকে ফের দুই গোলে এগিয়ে নেন স্প্যানিশ উইঙ্গার।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে পেনাল্টি মিস করা মদ্রিচ স্কোরলাইন ৪-২ করেন। ডি-বক্সে রদ্রিগো প্রতিপক্ষের বাধায় পজেশন হারালে আলগা বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান তিনি।
১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে রেয়ালের পয়েন্ট ৪২।
১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে জিরোনা। একটি ম্যাচ অবশ্য কম খেলেছে তারা।
১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।