Published : 10 Feb 2023, 02:37 PM
ওপারে পাড়ি জমালেন বার্সেলোনার সাবেক ফুটবলার মার্কোস আলোনসো পেনা। দীর্ঘ সময় অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, যিনি কাতালান ক্লাবটির বর্তমান ডিফেন্ডার মার্কোস আলোনসোর বাবা।
বার্সেলোনার পক্ষ থেকে গত বৃহস্পতিবার পেনার মৃত্যুর খবরটি জানানো হয়।
১৯৮২ সালে আরেক স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেন আলোনসো। ‘পিচন’ নামে পরিচিত এই খেলোয়াড় ক্লাবটির হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। কাম্প নউয়ে তিনি খেলেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনার সঙ্গে।
স্পেন জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৮৪ ইউরোর বাছাইয়ে আগের বছর মাল্টার বিপক্ষে স্পেনের ১২-১ গোলের স্মরণীয় জয়ের ম্যাচে দলের সদস্য ছিলেন তিনি।
১৯৯১ সালে অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হন আলোনসো। কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রায়ো ভাইয়েকানো, রেসিং সান্তানদের, সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল জারাগোজা, রিয়াল ভাইয়াদলিদ, গ্রানাদা ৭৪ ও মালাগার।