Published : 21 Feb 2023, 03:43 PM
বেযৌন হয়রানির অভিযোগ থেকে সহসা মুক্তি মিলছে না দানি আলভেসের। অভিযোগের প্রেক্ষিতে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার গত ২০ জানুয়ারি থেকে ‘কারাবন্দী’ আছেন। জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তার কারাবাসের মেয়াদ বাড়ল আরও।
রয়টার্সের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের আদালতের বিচারক আলভেসের আবেদনে সাড়া দেননি। বরং ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখার রায় দিয়েছেন।
বার্সেলোনার আদালত গত ১০ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছিল, গত ডিসেম্বরে নাইটক্লাবে আলভেস কর্তৃক যৌন হয়রানির শিকার হওয়া এক নারীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ওই অভিযোগের বিষয়ে কথা বলতে বার্সেলোনার কাম্প নউয়ের নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেস। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেস তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন। বার্সা ইউনিভার্সাল তাদের টুইটের নিচে আরেকটি মন্তব্য করে, সেখানে বলা হয়, ওই নারী অভিযোগ করেছেন আলভেস তাকে চড় মারেন এবং নাইট ক্লাবের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন।
পরে আন্তেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে নাইটক্লাবে থাকার কথা স্বীকার করলেও ওই নারীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন আলভেস।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেন আলভেস। ওই ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বনে যান ৩৯ বছর বয়সী এই ফুটবলার।
আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে সর্বোচ্চ শিরোপা (৪৩টি) জয়ের রেকর্ড আলভেসের।
যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকোর ক্লাব পুমাস।