Published : 01 Aug 2023, 01:00 PM
সাম্প্রতিক গুঞ্জনকে সত্যি প্রমাণ করে এবার সৌদি আরবের ফুটবলে নাম লেখালেন ফাবিনিয়ো। লিভারপুলের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার যোগ দিলেন সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দল আল ইত্তিহাদে।
এই ক্লাবে ফাবিনিয়ো সতীর্থ হিসেবে পাবেন করিম বেনজেমা, এনগোলো কঁতের মতো তারকাদের।
আল ইত্তিহাদে ফাবিনিয়োর যোগ দেওয়ার নানা খবর সংবাদমাধ্যমে উঠে আসছে বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি জার্মানি ও সৌদি আরব সফরের লিভারপুল দলে যখন অনুপস্থিত দেখা যায় তাকে, সম্ভাব্য ভবিষ্যৎ অনেকটা পরিষ্কার হয়ে পড়ে তখনই। তা এবার আনুষ্ঠানিক রূপ পেল।
আল ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের চুক্তি ফাবিনিয়োর। চুক্তির আর্থিক দিকগুলি প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিকভাবে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে নিতে ৪ কোটি পাউন্ড লেগেছে সৌদি চ্যাম্পিয়নদের।
২০১২-১৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া ও মূল দল হয়ে পরে মোনাকোতে ৫ বছর খেলে ২০১৮ সালে লিভারপুলে যোগ দেন ফাবিনিয়ো। গত ৫ বছরে ইংলিশ ক্লাবটির হয়ে ২১৯টি ম্যাচ খেলেছেন তিনি। স্বাদ পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্প, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার।
ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২৯টি ম্যাচ। ২০২১ কোপা আমেরিকা রানার্স আপ ব্রাজিল দলের অংশ ছিলেন তিনি।
লিভারপুল থেকে সম্প্রতি সৌদি ক্লাব আল ইত্তিফাকে নাম লিখিয়েছেন আরেক মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও।