Published : 24 Jan 2024, 11:10 PM
এসি মিলানের গোলরক্ষক মাইক মিয়াঁর প্রতি বর্ণবাদী আচরণের জন্য শাস্তি পেয়েছে উদিনেজের আরও চার সমর্থক। তদের সবাইকে স্টেডিয়াম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ইতালিয়ান পুলিশ বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে এই খবর।
গত শনিবার সেরি আর ম্যাচে মিয়াঁকে লক্ষ্য করে দফায় দফায় গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য ছোঁড়া হয়। ফরাসি এই গোলরক্ষককে ‘বানর’ বলে সম্বোধন করা হয়।
ওই বাজে আচরণ মেনে নিতে না পেরে ম্যাচ অফিসিয়াল ও সতীর্থদের বলে মাঠ ছাড়েন মিয়াঁ। মিলানের অন্য খেলোয়াড়রাও তার সঙ্গে ছেড়ে যায় মাঠ। ১০ মিনিট পর ফের শুরু হয় খেলা; ম্যাচটি ৩-২ গোলে জেতে তারা।
ফুটবল ম্যাচে বর্ণবাদী আচরণের জন্য প্রথমবার অপরাধীদের সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া যায়।
অন্য আরেক সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করার কথা গত সোমবার জানিয়েছিল উদিনেজে।
দলটিকে নিজেদের মাঠে এক ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে খেলার নির্দেশনা দিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের একজন বিচারক।