Published : 05 Jul 2024, 04:51 PM
কোনো কাজ করার জন্য একেবারে নিখুঁত হওয়ার চেয়ে বরং ‘যথেষ্ট ভাল’ কৌশল অবলম্বন করলেই চলবে, এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক নতুন গবেষণায়।
বেশ কয়েক দশক ধরেই, বিজ্ঞানীরা ধারণা প্রকাশ করেছেন, মানুষসহ যে কোনো প্রাণী খাবারের খোঁজ বা গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার মতো কাজগুলো সফলভাবে শেষ করতে নিজেদের সবচেয়ে উপযুক্ত কৌশল ব্যবহার করে। আর এইসব ‘নিখুঁত’ কৌশল প্রায়শই জটিল হয় ও এতে নানা কিছু লাগে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
তবে নতুন গবেষণায় ইঙ্গিত মেলে, প্রাণীরা প্রায়শই সহজ বা ‘যথেষ্ট ভাল’ হিসেবে বিবেচিত কৌশলগুলো ব্যবহার করে বিভিন্ন কাজ করে, যেখানে মস্তিষ্কের ক্ষমতাও খুব বেশি ব্যবহার করা লাগে না।
একক নিখুঁত কৌশলের ধারণা বাদেও প্রাণীরা কীভাবে বিভিন্ন উপায়ে কোনো সমস্যার সমাধান করতে পারে, এ গবেষণায় তা খতিয়ে দেখেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যভিত্তিক ‘জেনেলিয়া রিসার্চ ক্যাম্পাস’-এর একদল বিজ্ঞানী।
বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, একটি প্রাণীর পক্ষে সফলভাবে কোনো কাজ শেষ করতে পারার বেশ কিছু উপায় রয়েছে, যেগুলো অনেক সময় পুরোপুরি নিখুঁতও হয় না।
গবেষকরা দেখেছেন, একটি প্রাণীর কাছে সাধারণ কাজ শেষ করার অনেক উপায় থাকে। উদাহরণ হিসেবে ধরা যায়, দুটি বিকল্পের মধ্য থেকে একটি বেছে নেওয়া, যেখানে পুরস্কার পাওয়ার সম্ভাবনাও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়।
প্রাণীরা সবসময় সেরা কৌশল ব্যবহার করার পরিবর্তে অন্যান্য বিকল্প পদ্ধতিও ব্যবহার করে, যেগুলো প্রায় একইভাবে কাজ করলেও তাতে অনেক কম খাটতে হয়।
“আপনি নিখুঁত হওয়ার ধারণা যত দ্রুত ছেঁটে ফেলবেন, ঠিক তখনই কোনো সমস্যা সমাধানের বেশ কিছু উপায় খুঁজে পাবেন আপনি,” বলেন এ গবেষণার নেতৃত্ব দেওয়া গবেষক ড. জুহসুয়ান মা।
এইসব কৌশল বোঝার লক্ষ্যে গবেষণা দলটি একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করেছে। এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়, প্রাণীরা কী কারণে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে, কীভাবে এইসব কৌশল সমন্বিত উপায়ে কাজ করে ও কীভাবে সেগুলোকে অন্যান্য কাজেও প্রয়োগ করে।
তবে নতুন এ বোঝাপড়া বাস্তব জগতে প্রাণীদের আচরণ গবেষণা করার ক্ষেত্রে সহায়ক হতে পারে গবেষকদের কাছে।
প্রাণীরা কীভাবে কোনো সাধারণ কাজ সামলায়, তিন বছর আগে তার বিভিন্ন উপায় খোঁজা শুরু করেন গবেষক মা। আর এ গবেষণায় গবেষকরা বিভিন্ন এমন কৌশলের দিকে মনোযোগ দিয়েছেন, যেগুলো শ্রেষ্ঠ উপায় না হলেও যথেষ্ট কার্যকর। আর তারা বিভিন্ন এমন ‘ছোট প্রোগ্রাম’ও খতিয়ে দেখেছেন, যেগুলো অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাণীর কার্যকলাপকে ব্যাখ্যা করে।
প্রাথমিকভাবে গবেষণা দলটি খুঁজে পেয়েছে, সবচেয়ে ভাল কার্যকারিতা দেখানো কৌশলগুলোর মিল আছে সে কাজ করার সেরা উপায়ের সঙ্গে।
তবে, গবেষকরা আশা করছিলেন, তারা এর মাধ্যমে প্রাণীদের কাছ থেকে বিভিন্ন কৌশলের খোঁজ পাবেন। পরবর্তীতে প্রায় চার হাজার ‘যথেষ্ট ভালো’ কৌশল খুঁজে পাওয়ায় তাদের এ পরিশ্রম সার্থক হয়ে ওঠে, যেগুলো সেরা কৌশলের চেয়ে একেবারে আলাদা ছিল।
একটি প্রাণী কোন কৌশলটি ব্যবহার করতে পারে, তা খুঁজে বের করতে গবেষণা দলটি এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যার মাধ্যমে বিভিন্ন কৌশলের মধ্যে সম্ভাব্য যোগসূত্র দেখা যায়।
নোরিজ বলছে, গবেষণাটি প্রাণিদের আচরণ নিয়ে ভাবার নতুন উপায় দেখাচ্ছে, যা একক সেরা কৌশলের আইডিয়ার চেয়েও সুদূরপ্রসারী।