Published : 24 Jun 2025, 04:15 PM
একশ কোটি ডলারের একীভূতকরণের চুক্তি করেছেন একজন মার্কিন বিনিয়োগকারী ও উদ্যোক্তা, যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন ট্রেজারি কোম্পানি তৈরি হবে বলে দাবি তার।
সোমবার এক ঘোষণায় অ্যান্থনি পম্পলিয়ানো বলেছেন, নতুন এক বিটকয়েন ট্রেজারি কোম্পানি গঠন করেছেন তিনি, যেখানে কেউ সর্বোচ্চ একশ কোটি ডলারের বিটকয়েন জমা রাখতে পারবেন।
পম্পলিয়ানো এক বিবৃতিতে বলেছেন, তার আর্থিক সেবাদাতা কোম্পানি ‘প্রোক্যাপ বিটিসি’ এক বিশেষ উদ্দেশ্যে গঠিত আরেকটি কোম্পানি ‘কলম্বাস সার্কেল ক্যাপিটাল আই’-এর সঙ্গে একীভূত হবে এবং এর মাধ্যমে তৈরি হবে ‘প্রোক্যাপ ফিনান্সিয়াল’ নামের এক বিটকয়েন ট্রেজারি কোম্পানি।
বেশ কয়েকটি পাবলিক কোম্পানি এখন বিটকয়েন ট্রেজারি কৌশল ব্যবহার করছে, যেখানে তারা নিজেদের কিছু নগদ অর্থ ও রিজার্ভের একটি অংশ বিটকয়েনে বিনিয়োগ করছে। উদ্দেশ্য হচ্ছে ‘স্ট্র্যাটেজি’ নামের সফটওয়্যার কোম্পানির মতো সাফল্য অর্জন করা। কারণ, কোম্পানিটি ২০২০ সালে বিটকয়েন জমা করা শুরু করে এবং বর্তমানে তাদের কাছে ছয় হাজার তিনশ কোটি ডলারের বেশি বিটকয়েন রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বর্তমানে অনেক কোম্পানি বিটকয়েন জমা রাখার দিকে ঝুঁকছে। পম্পলিয়ানো ট্রেজারি তৈরির খবরটি এমন সময়ে এল যখন ক্রিপ্টোকারেন্সি নীতিতে বড় পরিবর্তন আনার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যার মধ্যে রয়েছে কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের আহ্বান, যা নির্বাচনী প্রচারে ক্রিপ্টো শিল্প থেকে অর্থ সহায়তা নেওয়ার পর বলেছিলেন তিনি।
গত কয়েক বছর ধরে ক্রিপ্টো দুনিয়ার অন্যতম বড় বিনিয়োগকারী পম্পলিয়ানো বলেছেন, তার কোম্পানি ‘প্রোক্যাপ বিটিসি’ এখন পর্যন্ত ৫০ কোটি ডলার ইকুইটি বা শেয়ার বিক্রি এবং ২৫ কোটি ডলার কনভার্টিবল নোট বা ঋণ যা পরে শেয়ারে রূপান্তর করা যায় তা সংগ্রহ করেছে।
এ বিষয়টিকে বিটকয়েন ট্রেজারি কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক অর্থ সংগ্রহ বলে বর্ণনা করেছেন তিনি।
পম্পলিয়ানো বলেছেন, প্রচলিত বিটকয়েন ট্রেজারি কোম্পানির মতো ‘প্রোক্যাপ ফিনান্সিয়াল’ নিজেদের বিটকয়েন কেবল জমা করেই রাখবে না, বরং এসব বিটকয়েন ব্যবহার করে ঋণ, অন্যান্য পণ্য এবং সেবার মাধ্যমে আয় ও মুনাফার পরিকল্পনা করছে তারা।
তিনি আরও বলেছেন, ‘সিটাডেল’, ‘সাসকোয়েহানা’, ‘জেন স্ট্রিট’ ও ‘ম্যাগনেটার’-এর মতো বিভিন্ন শীর্ষ বিনিয়োগ কোম্পানি ‘প্রোক্যাপ ফিনান্সিয়াল’-এ অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একইভাবে, এতে অর্থায়ন করছে ‘অফ দ্য চেইন ক্যাপিটাল’, ‘প্যান্টেরা’, ‘কয়েনফান্ড’, ‘প্যারাফি’, ‘ব্লকচেইন ডটকম’ ও ‘ফ্যালকনএক্স’-এর মতো নামকরা ক্রিপ্টো কোম্পানিও।
তবে, এসব কোম্পানি ‘প্রোক্যাপ ফাইন্যান্সিয়াল’-এ বিনিয়োগ করছে কি না তা যাচাই করতে পারেনি রয়টার্স।
পম্পলিয়ানো বলেছেন, “আমাদের চোখের সামনেই প্রচলিত আর্থিক ব্যবস্থার ধরণ বদলে দিচ্ছে বিটকয়েন।
“আমাদের লক্ষ্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করা, যা কেবল বিটকয়েন জমা রাখবে না, বরং ঝুঁকি কমিয়ে এমন পদ্ধতিও প্রয়োগ করবে, যার মাধ্যমে বিটকয়েন থেকে স্থায়ী আয় ও মুনাফা আসবে।”