Published : 16 Jan 2024, 06:46 PM
নতুন ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৯’ ও ‘ওয়াচ আল্ট্রা ২’ থেকে ব্লাড অক্সিজেন বা রক্ত চাপ পর্যবেক্ষণ ফিচারটি বাদ পড়তে যাচ্ছে।
অ্যাপল ফিচারটি বাদ যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি না দিলেও এ বিষয়ে প্রতিবেদন লিখেছে বাণিজ্য সংবাদের সাইট ব্লুম্বার্গ ও প্রযুক্তি বিষয়ক সাইট ৯টু৫ম্যাক।
পাশাপাশি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাপলের এ পদক্ষেপ অনুমোদন দিয়েছে। এ কারণে, গত বছরে বিক্রি নিষিদ্ধ হওয়া এ দুটি পণ্য পুনরায় বাজারে আনার বিষয়টি বিবেচনা করতে পারবে কোম্পানিটি।
মেডিকেল ডিভাইস নির্মাতা ম্যাসিমোর সাঙ্গে পেটেন্ট বিরোধের ফলে গত বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছিল অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন’ (আইটিসি) রায় দিয়েছিল, উভয় ডিভাইসের রক্তের অক্সিজেন পর্যবেক্ষণ সেন্সর ম্যাসিমোর পেটেন্ট লঙ্ঘন করেছে।
২৬ ডিসেম্বর ২০২৩ সালে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রে নিজেদের অনলাইন ও খুচরা বিক্রির দোকান থেকে এ দুটি পণ্য সরিয়ে ফেলেছিল অ্যপল। তবে, সেটি বেশিদিন স্থায়ী হয়নি। কোম্পানিটি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং নিষেধাজ্ঞায় অস্থায়ী বিরতি পেয়ে যায়। এর ফলে, পণ্যের পরিবর্তন নিয়ে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় ঘড়ি দুটি বিক্রির অনুমতি পায় অ্যাপল।
এর কয়েক সপ্তাহের মধ্যেই ম্যাসিমোর পেটেন্ট এড়াতে ঘড়িতে তড়িঘড়ি এ পরিবর্তন আনল অ্যাপল। কোম্পানির প্রস্তাবিত পরিবর্তনগুলো যথেষ্ট ছিল কিনা তা নির্ধারণ করার জন্য কাস্টমসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি, ৯টু৫ ম্যাকে প্রকাশিত ম্যাসিমোর উকিলদের একটি চিঠি অনুসারে, অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২ থেকে ফিচারটি সরানোর নতুন পরিকল্পনায় সম্ভবত সব পক্ষই সম্মতি প্রকাশ করেছে।
‘অ্যাপলের দাবি, তাদের নতুন নকশা করা ঘড়িতে পালস অক্সিমেট্রি নেই। এটি দায়িত্বের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ’ – একটি ইমেইলের মাধ্যমে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জকে জানান ম্যাসিমোর গ্লোবাল কমিউনিকেশনস-এর পরিচালক ম্যাট হিউয়েল।
পরিবর্তিত ঘড়িগুলো এরই মধ্যে পাঠানো হয়েছে অ্যাপলের খুচরা দোকানে। তবে, কোম্পানির অনুমতি ছাড়া এসব ঘড়ি বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে, বলে প্রতিবেদন করেছেন ব্লুমবার্গের সংবাদদাতা মার্ক গারম্যান।
তবে, আগে বিক্রি হওয়া ঘড়িগুলোর ফিচার সম্ভবত এখনো কাজ করছে। অ্যাপলের মুখপাত্র নিকি রথবার্গ ইমেইলের মাধ্যমে দ্য ভার্জকে বলেছেন, বিক্রি হয়ে যাওয়া ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৯’ ও ‘ওয়াচ আল্ট্রা ২’ এ ফিচারসহই চলতে থাকবে। যদিও, তিনি স্পষ্ট করেননি কতদিন এটি চলবে। সুতরাং, অ্যাপল ওয়াচের মালিক এবং সম্ভাব্য মালিকদের জন্য এসবের অর্থ কী দাড়াচ্ছে তা স্পষ্ট নয়।
এ সংক্রান্ত বিভ্রান্তির ফলে ব্যবহারকারীরা ঘড়িতে কোনো আপডেট দেওয়ার আগে নোটগুলো সাবধানে পড়ে নিতে পারেন। এ ছাড়াও, রক্তের অক্সিজেন ফিচারটি কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ হলে তারা নতুন অ্যাপল ওয়াচ না কেনাই ভালো হবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।