Published : 09 Aug 2023, 12:32 PM
শরৎ আসতে খুব বেশিদিন বাকি নেই। আর সাধারণত এর মানে হচ্ছে, শীঘ্রই নিজেদের নতুন গেইম নিয়ে হাজির হবে কল অফ ডিউটি ফ্রাঞ্চাইজ।
এরইমধ্যে ভিডিও গেইম কোম্পানি ‘স্লেজহ্যামার গেইমস’-এর তৈরি নতুন কল অফ ডিউটি গেইমের কথা নিশ্চিত করেছে গেইমটির প্রকাশক অ্যাক্টিভিশন। নতুন গেইমটির নাম ‘মডার্ন ওয়ারফেয়ার ৩’।
অ্যাক্টিভিশন আরও জানিয়েছে, জনপ্রিয় এই গেইম সিরিজের নতুন গেইম পিসি ও কনসোলে আসবে ১০ নভেম্বর।
এদিকে, কেবল একটি টিজার ভিডিও বাদে গেইমটি সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি অ্যাক্টিভিশন বলেছে, এই প্রথম গেইম সিরিজের একটি সংস্করণ (মানে ‘মডার্ন ওয়ারফেয়ার ২’) থেকে পরবর্তী কোনো সংস্করণে বিভিন্ন অপারেটর, অস্ত্র ও বান্ডল স্থানান্তর করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, অ্যাক্টিভিশনের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে যে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজের পরবর্তী গেইম হবে ‘মডার্ন ওয়ারফেয়ার ৩’। আর এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
এই বছর পুরোপুরি নতুন কল অফ ডিউটি গেইম আসবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। ২০২২ সালের শুরুর কয়েকটি প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলেছিল, অ্যাক্টিভিশন নতুন গেইম নিয়ে কাজের গতি কমিয়ে আনার পাশাপাশি মডার্ন ওয়ারফেয়ার ২ ও ‘ওয়ারজোন ২’ গেইম দুটিতে আপডেট আনার কাজ করবে। তবে, নিজস্ব প্রচলিত ধারা অব্যাহত রেখে প্রতি বছরের মতো এই বছরও নতুন কল অফ ডিউ গেইম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে অ্যাক্টিভিশন।
ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, মডার্ন ওয়ারফেয়ার ৩ গেইমে এর আগের সংস্করণের বিভিন্ন ম্যাপ ও মোড থাকলেও তা হবে নতুন সংস্করণের আঙ্গিকে। অ্যাক্টিভিশন নতুন গেইমে এই রূপান্তর কীভাবে ঘটাবে, সেটাই এখন দেখার বিষয়। আর আসন্ন সপ্তাহ ও মাসগুলোয় কোম্পানি নতুন গেইম সম্পর্কে আরও তথ্য দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
অন্যদিকে, মাইক্রোসফটের প্রায় ছয় হাজার আটশ ৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের চুক্তি বাস্তবায়নের কাছাকাছি পর্যায়ে আছে। এমনটি ঘটলে উন্মোচনের দিনেই ‘এক্সবক্স গেইম পাস’-এ প্রকাশ পেতে যাওয়া প্রথম কল অফ ডিউটি গেইম হতে যাচ্ছে ‘মডার্ন ওয়ারফেয়ার ৩’।