Published : 23 Aug 2016, 08:21 PM
সোমবার রাতে বাংলাদেশের বাজারে উন্মোচিত হওয়া এমএসআই জিটিএক্স ১০৮০, ১০৭০ ও ১০৬০ সিরিজের গ্রাফিক্স কার্ড এবং ষষ্ঠ প্রজন্মের গেমিং সিরিজের মাদারবোর্ড সংযোগে প্রদর্শিত ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) প্রকৃত স্বাদ ছিল এমনটাই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন আয়োজকরা।
কম্পিউটার সোর্স-এর আয়োজনে অনুষ্ঠিত 'এমএসআই টেস্ট অ্যান্ড ড্রাইভ গ্যাদারিং’ অনুষ্ঠানে এমনই বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় ঘটে উপস্থিত গণমাধ্যম কর্মী ও গেইমারদের। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলো ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভার্চুয়াল দুনিয়ায়। অনুষ্ঠানে এমএসআই সেলস স্পেশালিষ্ট (অ্যাপ্যাক) কেন সাং ভার্চুয়াল রিয়ালিটিতে নিয়ে যেতে মাদারবোর্ড ও গ্রাফিক্সকার্ডের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে উপস্থাপন করা হয় সংস্করণ ও মডেল ভিন্নতার পার্থক্য।