Published : 10 Oct 2016, 08:43 PM
২০ অক্টোবর হতে গ্রামীণফোনের মাধ্যমে গ্রাহকরা ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’ কিনতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগের আইফোনগুলোর চেয়ে উন্নত ক্যামেরা এবং উন্নত ব্যাটারি লাইফ রয়েছে এই আইফোন দু’টিতে। এ মডেল দু’টিই মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পানি ও ধুলা নিরোধী আইফোন। চলতি বছরের ৭ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে উন্মোচন করা হয় এই আইফোন ৭।
১৪ অক্টোবর থেকে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট http://www.grameenphone.com-এ গিয়ে ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’ অগ্রিম বুকিং দিতে পারবেন বলে জানানো হয়েছে।