Published : 14 Oct 2016, 05:40 PM
মন্দা বাজারে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১.৩ শতাংশ নেমে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, প্রতিষ্ঠান পুনর্গঠন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে আর ২০১৬ অর্থ বছরের মধ্যে প্রায় তিন হাজার কর্মী ছাঁটাই করা হবে।
এইচপি'র প্রধান নির্বাহী ডিয়ন ওয়েজলার জানান, বাজার ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, চাপ আর অনিশ্চয়তা বাড়ছে। তিনি বলেন, "আমাদের মূল বাজারগুলো 'চ্যালেঞ্জড' আর সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এখন দ্রুত পরিবর্তনশীল।"
২০১৭ অর্থবছরে প্রতি শেয়ারে ১.৫৫-১.৬৫ ডলার লাভের আশা প্রকাশ করেছে এইচপি। থমসন রয়টার্স-এর সূত্রমতে, বিশ্লেষকরা প্রতিষ্ঠানের প্রতি শেয়ারে ১.৬১ ডলার লাভের পূর্বাভাস দিয়েছেন।
প্রতিষ্ঠানের শেয়ারের ডিভিডেন্ড-এর পরিমাণ সাত শতাংশা বাড়ানোর সঙ্গে, নিজেদের শেয়ার বাইব্যাক কার্যক্রম আরও তিনশ' কোটি ডলার বাড়ানোর কথা জানিয়েছে এইচপি।
গবেষণা প্রতিষ্ঠান গার্টনার-এর সূত্রমতে, চলতি বছর তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি বিক্রি ৫.৭ শতাংশ কমে যায়। এই নিয়ে টানা আট প্রান্তিকে পিসি বিক্রি কমল। এটি পিসি খাতে ব্যবসায় হ্রাস পেতে থাকার সবচেয়ে লম্বা সময় বলে জানিয়েছে গার্টনার।
এ খবর প্রকাশের বৃহস্পতিবার লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত হিসাব অনুযায়ী চলতি বছর এইচপি'র শেয়ারমূল্য ২৮ শতাংশ বেড়েছে।