Published : 18 Oct 2016, 08:21 PM
নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেইমস নিজেদের ফেইসবুক পোস্টে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলে, "আমেরিকার ভূখণ্ডে এক মহাকাব্যিক কাহিনী নিয়ে বানানো এই গেইমের বিস্তীর্ণ পরিবেশ একটি পুরো নতুন অনলাইন মাল্টিপ্লেয়ার অভিজ্ঞতা দেবে।"
২০ অক্টোবর গেইমটির ট্রেইলার ছাড়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে নির্মাতা প্রতিষ্ঠানটি ফেইসবুকে তাদের নিজেদের লোগোসমৃদ্ধ একটি ছবি টুইট করে। ওই ছবি বহুবর্ণে ছাপ দেওয়া লাল রঙয়ের টেক্সচারে বসানো হয়েছে, একই রকম টেক্সচার প্রথম রেড ডেড রিডেম্পশন-এর জন্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে নিজেদের ওয়েবসাইটের নিউজ সেকশনেও ওই ছবি পোস্ট করে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে নিজেদের ফেইসবুক আর টুইটার পেইজের থিম বদলে লাল আর কালো রঙের নতুন থিম দেয় তারা।