Published : 24 Dec 2016, 05:34 PM
‘স্ট্রিমস’ নামের এই অ্যাপটি রোগীদের শরীরের মূল কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করে ও কোনো কিছু বেশি বা কম মাত্রায় চলে গেলে তা নিয়ে সতর্ক করে। লন্ডনের রয়াল ফ্রি হাসপাতালের সঙ্গে গুগলের চুক্তির মাধ্যমে এই অ্যাপ বানানো হয়। এই চুক্তির মাধ্যমে গুগল ১৬ লাখ রোগীর তথ্যে অ্যাকসেস পেয়েছে।
সেন্ট মেরি’স, হ্যামারস্মিথ আর চ্যারিং ক্রস- লন্ডনের তিন হাসপাতালের চিকিৎসকরা ওই চুক্তির আওতায় পড়বেন। চিকিৎসকরা তাদের স্মার্টফোনে কোনো রোগীর স্বাস্থ্য হঠাৎ অবনতি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেলে সেই খবর পেয়ে যাবেন। রোগীর রক্ত পরীক্ষা ও অন্যান্য বিষয় যাচাই করে এই বার্তা পাঠানো হবে।
ইমপেরিয়াল কলেজ হেলথকেয়ার ট্রাস্ট-এর প্রধান রোগশয্যা তথ্য কর্মকর্তা ড. সাঞ্জায় গৌতমা বলেন, এই চুক্তির মানে হচ্ছে চিকিৎসকরা রোগীর অবস্থা সম্পর্কে “গুরুত্বপূর্ণ তথ্য” দ্রুত জানতে পারবেন।
এ নিয়ে রয়েছে সমালোচনাও, কীভাবে তাদের ডেটা ব্যবহার করা হচ্ছে তা নিয়ে আরও জানার অধিকার রাখেন রোগীরা- এমনটাই মত মেডিক্যাল ডেটা প্রচারণাকারীদের। মেডিক্যাল ডেটা প্রাইভেসি প্রচারণা দল মেডকনফিডেনসিয়াল-এর সমন্বয়ক ফিল বুথ বলেন, “রোগীদের দেখা উচিৎ তাদের তথ্য কীভাবে ব্যবহার করা হয়।”