Published : 10 Jan 2017, 06:17 PM
স্টক থাকা পর্যন্ত দেশের যে কোনো প্রযুক্তি বাজার থেকে এই সুবিধা মেলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাদারবোর্ডটির বিষয়ে তারা জানায়, ক্রেইট সিরিজের জেড১৭০এ মডেলের ষষ্ঠ প্রজন্মের স্টিলসিরিজ সার্টিফায়েড এমএসআই মাদারবোর্ডটি ডিডিআর৪ মেমোরি সমর্থন করে। এতে আছে ১১৫১ সকেট, যা ইনটেল কোর, পেন্টিয়াম এমনকি সেলেরন প্রসেসর-এও ব্যবহার করা যায়। দ্বিতীয় প্রজন্মের ইউএসবি ৩.১ পোর্টটি সংযুক্ত ডিভাইসের পারফরমেন্স দ্বিগুণ করেছে এই মিলেটারি ক্লাস ৫ ঘরানার মাদারবোর্ডটি দাবি পরিবেশক প্রতিষ্ঠানটির।
অনভিপ্রেত যান্ত্রিক ত্রুটি সমাধানের পথ বলে দিতে মাদারবোর্ডটিতে রয়েছে ইজেড ডিবাগ এলইডি বাতি। এই মাদারবোর্ডটির দাম ১৬ হাজার টাকা।