Published : 30 Sep 2017, 10:45 PM
১৯৭৭ সালে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ সিনেমায় একটি লোটাস গাড়ি দেখানো হয়েছিল যা সাবমেরিনে রূপান্তরিত হতো। এবার সিনেমার সাবমেরিন বাস্তবে তৈরি করছে অ্যাস্টন মার্টিন।
সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান ট্রাইটন সাবমেরিনস-এর সঙ্গে বিলাসবহুল এই সাবটি তৈরি করবে অ্যাস্টন। সম্পদশালী গ্রাহকদের জন্য সাবমার্সিবল তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, সাবমেরিনটির নকশা করছে অ্যাস্টন মার্টিন। আর চূড়ান্ত পণ্যটি তৈরি করবে ট্রাইটন।
ছবি- অ্যাস্টন মার্টিন
বর্তমান বিশ্বে অল্পসংখ্যক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি অ্যাস্টন মার্টিন যারা নিজেরা গাড়ির সকল যন্ত্রাংশ তৈরি করে। দেখতে নজরকাড়া এবং উচ্চ ক্ষমতার বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্যই পরিচিত প্রতিষ্ঠানটি। জেমস বন্ড সিরিজের ১১টি সিনেমায় দেখা গেছে অ্যাস্টন মার্টিন গাড়ি।
প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, সাবমেরিনটি তাদের ‘ব্র্যান্ডের নাম খারাপ করবে না’।
“আমরা আমাদের পণ্য লাইনআপের পুনরুজ্জীবন ঘটাতে চাচ্ছি,” বলেন তিনি।
সাবমেরিনের ধারণাটি বেশিরভাগ মানুষের কাছে উন্মাদনা মনে হলেও শীর্ষ এক শতাংশ মানুষের কাছে এটি ভিন্ন কিছু হতে পারে। ধনী ইয়ট মালিকদের কাছে সাবমেরিনটি ‘থাকতেই হবে এমন একটি পণ্য’ হতে পারে।
২০১৩ সালে ৮৬০০০০ মার্কিন ডলারে ১৯৭৭ সালের জেমস বন্ড সিনেমার লোটাস এসপ্রিট গাড়িটি কিনে নেন টেসলা প্রধান ইলন মাস্ক। সে সময় মাস্ক বলেছিলেন আমি প্রটোটাইপটিকে একটি গাড়ি বানাতে চাই যা সাবমেরিনে রূপান্তরিত হবে।
মাস্ক বলেন, “আমি এটা জেনে হতাশ হয়েছি যে এটি আসলে রুপান্তরিত হয় না। আমি টেসলার বৈদ্যুতিক শক্তি দিয়ে এটি আপগ্রেড করবো এবং চেষ্টা করবো এটি যাতে আসলেও রূপান্তর করা যায়।”