Published : 08 Jan 2018, 07:17 PM
এই স্মার্ট জুতার কাজ কী হবে? বয়স্ক, কর্মী বা ভ্রমণকারীদের জন্য বানানো এই জুতা ব্যবহারকারী পড়ে গেলে তা শনাক্ত করতে পারবে, বলা হয়েছে প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে।
স্নিকার, হাইকিং বুট আর কাজের জন্য ব্যবহৃত বুট হিসেবে বিভিন্ন মডেলে পাওয়া যাবে এই স্মার্ট জুতা। এতে ই-ভোন জুতার সোলে একটি ডিভাইস ব্যবহার করেছে যা ব্যবহারকারী পড়ে গেলে বা তিনি অস্বাভাবিকভাবে নড়াচড়া করলে তা শনাক্ত করবে। সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর আগে থেকে দিয়ে রাখা জরুরী নাম্বারে চলে যাবে সতর্কবার্তা।
এই জুতা ১২০টি দেশে যোগাযোগ করতে সক্ষম। ব্যবহারকারীর অবস্থান শনাক্তে এতে রাখা হয়েছে একটি জিপিএস অ্যান্টেনা ও জাইরোস্কোপ এবং চলাচল শনাক্তে রয়েছে অ্যাকসেলেরোমিটার।
এই স্মার্ট জুতা কবে বাজারে আনা হবে বা এর দাম কত হবে তা নিয়ে ই-ভোন এখন পর্যন কোনো তথ্য দেয়নি।