Published : 16 Dec 2018, 10:45 AM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসভিত্তিক অ্যারিভো কর্পোরেশন হাইপারলুপ বাণিজ্যিকীকরণের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল।
হাইপারলুপ হচ্ছে দ্রুতগতির এক পরিবহন ব্যবস্থা। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক প্রথম এই ব্যবস্থার ধারণা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রকৌশলী ব্রগান ব্যামব্রগান অ্যারিভো প্রতিষ্ঠা করেন। তিনি মাস্ক-এর হাইপারলুপ ওয়ানেরও সহ-প্রতিষ্ঠাতা।
অ্যারিভোর আরও দুইজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যারিভো বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক মাস আগেই ওই দুইজন প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান।
ওই দুইজনের একজন অ্যান্ড্রু লিও অক্টোবরে প্রতিষ্ঠান ছেড়েছেন বলে তার লিঙ্কডইন প্রোফাইলে উল্লেখ করা আছে।