Published : 01 Nov 2020, 11:44 PM
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ২ ডিসেম্বর ডিজিটাল খাতের জন্য নতুন খসড়া নীতিমালা ঘোষণা করবেন ভেস্টাগার। এরপর এই প্রস্তাবের প্রেক্ষিতে অনুমোদন নিতে হবে সদস্য দেশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টের কাছ থেকে।
ইউরোপীয় কমিশনের হয়ে কাজ করা ডেনমার্কের এই রাজনীতিবিদ বৃহস্পতিবার ডিজিটাল বাজারে ব্যর্থতা প্রতিহত করতে প্রয়োগকারী সংস্থাগুলোকে নতুন ক্ষমতা দেওয়ার প্রস্তাবনাও করেছেন।
জার্মান এক পত্রিকাকে ভেস্টাগার জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলতে হবে বলে তিনি মনে করেন না।
ইউরোপের ধনী মহলের জন্য সবচেয়ে ক্ষমতাধর অঘটনঘটনপটিয়সী নারী হিসেবে পরিচিত ভেস্টাগার অবশ্য এ-ও বলেছেন, চরম পরিস্থিতি তৈরি হলে ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো ওই পদক্ষেপ নিতেও পারে।
সাক্ষাৎকারে পরক্ষণেই ভেস্টাগার বলেছেন, “এটা কখনোই এমন হবে না। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে এই পদক্ষেপ নিতে হবে।”
এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের অভ্যন্তরীণ বাজার কমিশনার টিয়েরি ব্রেটন জানিয়েছেন, প্রস্তাবিত আইনে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলতে বা কিছু ইউরোপিয়ান কার্যক্রম বিক্রি করতে বাধ্য করা হবে। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর বাজারে আধিপত্য যদি গ্রাহক এবং ছোট প্রতিদ্বন্দ্বীর জন্য ঝুঁকিপর্ণ হয়, তবেই এমনটা করা হবে।