Published : 15 Dec 2024, 02:50 PM
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে এমন আইনের সাময়িক বিরতি চেয়ে অনুরোধ করেছিল সোশাল মিডিয়া অ্যাপ টিকটক। দেশটির ফেডারেল আদালত সে অনুরোধ খারিজ করে দিয়েছে।
ফলে, আগামী মাসেই অ্যাপটি নিষিদ্ধ হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
গত সপ্তাহে জরুরীভিত্তিতে দায়ের করা অনুরোধের প্রতিক্রিয়ায় আসা রায়টি চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটির জন্য সর্বশেষ আইনি ধাক্কা। মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়ানোর পূর্ণ চেষ্টা চালাচ্ছে অ্যাপটি।
আইন বিলম্বের জন্য করা অনুরোধে টিকটক ইঙ্গিত দিয়েছে, তারা সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছে।
কোম্পানির আইনজীবীরা এও উল্লেখ করেছেন, নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, এর আগে অ্যাপটি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তিনি অ্যাপটির বিষয়ে ভিন্ন পদক্ষেপও নিতে পারেন।
তবে, আদালতে এক সংক্ষিপ্ত আদেশে তিন বিচারকের এক প্যানেল অনুরোধ প্রত্যাখ্যান করে লিখেছে, এই ধরনের বিরতি চাওয়া “অযৌক্তিক”।
টিকটকের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে মার্কিন সুপ্রিম কোর্টের ওপর। যদিও আদালত মামলাটি বিবেচনা করতে রাজি হবে তেমন কোনো নিশ্চয়তা নেই বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
“আমরা আগেই বলেছি, মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। যেখানে আমেরিকানদের বাক স্বাধীনতার অধিকার রক্ষার প্রতিষ্ঠিত ঐতিহাসিক রেকর্ড রয়েছে।” –এক বিবৃতিতে বলেছে কোম্পানিটি।
“মার্কিন যুক্তরাষ্ট্রে ও সারা বিশ্বে ১৭ কোটির বেশি আমেরিকানের কণ্ঠস্বর ১৯ জানুয়ারী, ২০২৫ এ রোধ করা হবে যদি টিকটক নিষেধাজ্ঞা বন্ধ না করা হয়।”
এর পরদিনই, মার্কিন সংবিধান অনুসারে ২০ জানুয়ারি দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প।