Published : 28 Jun 2025, 05:05 PM
হোয়াটসঅ্যাপের জন্য নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন বার্তা নিজের চোখে পড়ে না দেখেও বুঝতে পারবেন, কে কী লিখেছে বা কোনটি গুরুত্বপূর্ণ।
নতুন এআই ফিচারের আওতায় অ্যাপটির ব্যবহারকারীদের এখন থেকে আর প্রতিটি মেসেজ আলাদাভাবে পড়তে হবে না। এর বদলে, তারা ‘আনরিড’ বা না পড়া বিভিন্ন মেসেজের মূল কথাগুলো ছোট ছোট পয়েন্ট আকারে দেখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
বুধবার এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলেছে, “কখনও কখনও আপনাকে কেবল বিভিন্ন মেসেজের আপডেট দ্রুত জেনে নিতে হয়। সবসময় সব মেসেজ পড়ার সময় বা সুযোগ থাকে না।
“এ কারণে আমরা খুবই আনন্দের সঙ্গে ‘মেসেজ সামারাইজ’ নামের নতুন এক ফিচার চালু করছি, যেটি ‘মেটা এআই’ ব্যবহার করে আপনার না-পড়া বিভিন্ন মেসেজকে দ্রুত ও সংক্ষেপে উপস্থাপন করে দেবে। এতে আপনি পুরো মেসেজ পড়ার আগেই বুঝতে পারবেন আলাপচারিতায় কী ঘটছে।”
মেটা বলেছে, নতুন এ এআই টুলে ‘প্রাইভেট প্রসেসিং টেকনোলজি’ নামের প্রযুক্তি ব্যবহার করেছে তারা। ফলে ব্যবহারকারীরা তাদের মেসেজের বিভিন্ন অংশ ছোট করে সংক্ষেপে রূপান্তর করলেও যাদের সঙ্গে চ্যাটিং করছেন তারা এটা জানতে পারবেন না। এতে ব্যবহারকারীদের প্রাইভেসিও বজায় থাকবে।
বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার ব্যবহারকারীরা এ এআই ফিচারটি ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বলেছে, এ বছরের শেষ দিকে ফিচারটি অন্যান্য ভাষা ও দেশের ব্যবহারকারীদের জন্য চালুর পরিকল্পনা করছে তারা।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, মেটা তাদের ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এআই প্রযুক্তি আনছে। এ নতুন মেসেজ সারাংশ ফিচারও সেই বড় পরিকল্পনার একটি অংশ, যাতে ব্যবহারকারীরা আরও সহজে ও দ্রুত তথ্য পেতে পারেন।
গত মাসে পেমেন্ট কোম্পানি ‘স্ট্রাইপ’-এর বার্ষিক সম্মেলনে স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা জন কোলিসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, একাকীত্ব অনুভব করা মানুষের জন্য একজন বন্ধু হিসাবে কাজ করতে পারে বিভিন্ন এআই চ্যাটবট।
“আমার মনে হয় মানুষ এমন এক প্রযুক্তি বা সিস্টেম চাইবে, যা তাদের পছন্দ-অপছন্দ ও অভ্যাস ভালভাবে চিনবে ও বুঝবে, ঠিক যেভাবে সামাজিক যোগযোগ মাধ্যমের বিভিন্ন ফিড তাদের জন্য কাস্টমাইজ করা হয় বিষয়টি তেমনই।
“যারা মানসিক সমস্যা বা একাকীত্বের জন্য মনোরোগ বিশেষজ্ঞদের দেখাতে পারেন না তাদের জন্য ভবিষ্যতে এআই বট হবে একজন সহায়ক বা বন্ধু। সবাই তাদের পাশে এআই’কে পাবেন।
এদিকে, গবেষকরা বারবার সতর্ক করে বলেছেন, এআই চ্যাটবটের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এ প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।