Published : 11 Jul 2023, 09:09 PM
এআইনির্ভর টিভি সংবাদপাঠক যাত্রা শুরু করল ভারতের উড়িষ্যায়। এর অভিষেক হয়েছে সেখানকার এক বেসরকারি চ্যানেল ‘ওটিভিতে’।
‘লিসা’ নামে এই সংবাদপাঠকরূপী কম্পিউটার-জেনারেটেড মডেল পর্দায় উড়িষ্যার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি পরে রোববার হাজির হয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সাইট নিউজ ১৮ ডটকম।
Meet Lisa, OTV and Odisha’s first AI news anchor set to revolutionize TV Broadcasting & Journalism#AIAnchorLisa #Lisa #Odisha #OTVNews #OTVAnchorLisa pic.twitter.com/NDm9ZAz8YW
— OTV (@otvnews) July 9, 2023
ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ওড়িয়া ও ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করার জন্য লিসাকে প্রোগ্রাম করা হয়েছে।
একাধিক ভাষায় কথা বলার দক্ষতা থাকলেও এর বর্তমান ফোকাস ওড়িয়া এবং ইংরেজি সংবাদ উপস্থাপনায় থাকবে বলে জানিয়েছে চ্যানেলটি।
টেলিভিশন সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে একে গুরুত্বপূর্ণ এক মাইলফলক বলে দাবি করেছে তারা।
“আগামীতে লিসাকে ওড়িয়ায় আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে। ইনস্টাগ্রাম বা ফেইসবুকের মতো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে লিসাকে পাওয়া যাবে।”
এআই সংবাদপাঠক আদতে কম্পিউটারে তৈরি এমন মডেল যা মানুষের কথা বলার ধরন অনুসরণে কথা বলা ও সেই অনুযায়ী মুখের অভিব্যক্তি ফুঁটিয়ে তুলতে পারে। ‘ডিপ লার্নিং’ প্রক্রিয়া ব্যবহারের কারণে এতে ভুলের হারও কম থাকে, সেইসঙ্গে থাকে আবেগের প্রকাশ।
গত বছরের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর আলাপের অ্যাপ ‘চ্যাটজিপিটি’র যাত্রা শুরুর পর থেকেই নানা ক্ষেত্রে এর ব্যবহারের জোয়ার শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এআইনির্ভর সংবাদপাঠকের পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে।
এআইনির্ভর সংবাদ পাঠকের মাধ্যমে ব্রেকিং নিউজসহ নানা সম্ভাবনার যাচাই চলছে। এর কোনো কোনোটি সরাসরি দর্শকের প্রশ্নের উত্তরও দিতে পারে।