Published : 06 Jan 2024, 01:47 PM
জনপ্রিয় মার্কিন রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ানের মোবাইল গেইমটি বন্ধ হয়ে যাচ্ছে মুক্তির এক দশক পর।
২০১৪ সাল থেকে খেলোয়াড়রা ‘কার্দাশিয়ান: হলিউড’ গেইমটিতে তাদের খ্যাতি বাড়িয়ে ও ‘সোশাল ল্যাডারে’ চড়ে প্রথম সারিতে যাওয়ার স্বপ্ন পূরণ করেছেন।
গেইমটিতে ৪৩ বছর বয়সী এ তারকার পাশাপাশি তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান ও মা ক্রিস জেনারের মতো পরিবারের বিখ্যাত সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।
বিবিসি নিউজবিটকে দেওয়া বিবৃতিতে গেইম বন্ধের বিষয়টি নিশ্চিত করে কিম বলেছেন তিনি এই গেইমের কমিউনিটির মাধ্যমে ‘আজীবন অনুপ্রাণিত’ হবেন।
‘হলিউড’ গেইমটি মুক্তির জন্য মোবাইল গেইম নির্মাতা কোম্পানি গ্লু-এর সঙ্গে জোট বাঁধেন জনপ্রিয় মার্কিন রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এর এই তারকা।
এটি একটি ‘ফ্রি-টু-প্লে’ ধাঁচের গেইম হলেও খেলোয়াড়রা গেইমের ভেতর ইভেন্ট, মডেলিং ও ডেটিংয়ে ছাপ রাখতে ‘কে-স্টার’ নামের ইন গেইম কারেন্সি কিনতে পারতেন।
“গত ১০ বছরে যারা ‘কিম কার্দাশিয়ান: হলিউডকে’ ভালোবেসেছে ও খেলেছে তাদের প্রত্যেকের কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ।” – বলেন কিম।
তিনি আরও বলেন, গেইমটি তৈরি তার জন্য ‘অনেক অর্থপূর্ণ’ ছিল, কিন্তু এখন ‘সময় এসেছে এই সামর্থ্যকে অন্য কোথাও কাজে লাগানোর।’
অ্যাপল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েডের গুগল প্লে থেকে গেইমটি এরইমধ্যে সরানো হয়েছে। তবে, যে খেলোয়াড়রা আগে থেকেই গেইমটি খেলছেন তারা ৮ এপ্রিল পর্যন্ত এর ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
গেইমটির সম্প্রতিক স্ক্রিনশটগুলোতে একটি টাইমার দেখা যায়, যা এর বন্ধ হয়ে যাওয়ার সময় গুণছে।
‘হলিউড’ মুক্তির পর প্রাথমিক সংশয় কাটিয়ে উঠে প্রায় ১৬ কোটি ডলার আয় করেছে বলে উঠে এসেছে বিবিসির একটি প্রতিবেদনে।
গেইম বিষয়ক সাইট পলিগনের এক দশকের সেরা ১০০ গেইমের তালিকায়ও ছিল গেইমটি। সেখান এটিকে, ‘কম বয়সী নারীদের জন্য তৈরি মোবাইল গেইম’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।