০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে একমত হতে পারলেও এখনো অনেক বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
এনসিসিকে সাংবিধানিকভাবে অনেক অনেক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এর জবাবদিহিতা নেই, বলেন সালাহউদ্দিন।
"এখানে কীসের সংলাপ হচ্ছে, কার সঙ্গে সংলাপ করব। তারা যা ইচ্ছা তাই করছে," বলেন গণফোরামের মিজানুর রহমান।
কুশল বিনিময়ের সময় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসতে হাসতে বলেন, “এটা কিছু না… আমাদের সবাই এক আছি, এক থাকব।”
“তাড়াহুড়ার চেয়ে জরুরি দরকার যেটা, সেটা হচ্ছে আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে।”
এদিনের সংলাপে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা রয়েছে।
"নারীদের সংরক্ষিত ১০০ আসন রাখার বিষয়ে সবাই একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে, সেটা এখনো চলমান।"
সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্নকক্ষে নারী আসনসহ ৭০টি সুপারিশ জমা আছে সংবিধান সংস্কার কমিশনের কাছে।