বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য সুগা ফিরলেন এবার। শনিবার আনুষ্ঠানিকভাবে সামরিক সেবা শেষ হল এই র্যাপার গীতিকারের। তবে দুর্ঘটনায় কাঁধে আঘাতের কারণে সুগা সামরিক বাহিনীর বদলে বিকল্প হিসেবে ‘সোশ্যাল সার্ভিস এজেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।