সারাদিনের কর্মব্যস্ততায় শরীরে হয়ে পড়ে ক্লান্ত। অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মত পা-ও বাদ যায় না এই ক্লান্তি থেকে। তাই পেডিকিওর পারে সেই ক্লান্তি কাটিয়ে আরাম দিতে।