মিশ্র আবহাওয়ায় ত্বকের যত্ন নেওয়া হলেও অবহেলিত হয় নখ। সঠিক যত্নের অভাবে হাত পায়ের নখে দেখা দেয় নানাবিধ সমস্যা। বাসা বাঁধে সংক্রমণ। তাই এই সমস্যা সমাধানে চাই হাত পায়ের বিশেষ পরিচর্যা।