Published : 28 May 2025, 01:24 PM
চীনের পূর্বাঞ্চলীয় শানদোং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের একটু আগে গাওমি শহরের ‘শানদোং ইয়োডাও কেমিক্যাল’-এর একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন এবং আরও ছয়জন নিখোঁজ রয়েছেন।
বিস্ফোরণের পর আকাশে কমলা ও ধূসর ধোঁয়ার বিশাল কুণ্ডলি ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এত তীব্র ছিল যে এক কিলোমিটার দূরে রাসায়নিক ছিটকে পড়ে ও জানালাগুলো ভেঙে পড়ে।
কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার সকাল পর্যন্ত তার কারণ ব্যাখ্যা করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। বিস্ফোরণের একদিন পরও ওই কারখানার উপরে কালো ও ধূসর ধোঁয়ার কুণ্ডুলি ঝুলে ছিল।
রাসায়নিক কারখানাটির নিকটবর্তী বাসিন্দারা তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দেখছেন।
স্থানীয় কৃষক ইউ ছিয়ান মিং (৬৯) জানান, তিনি ও তার স্ত্রী পূর্বসতর্কতা হিসেবে তাদের নাতিকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন, তবে যতক্ষণ পর্যন্ত বাতাস উত্তরদিকমুখে বইতে থাকবে ততক্ষণ তারা তাদের বাড়িতে নিরাপদবোধ করবেন। রয়টার্সকে তারা বিস্ফোরণে তাদের বাড়ির ক্ষতিগ্রস্ত ছাদ ও জানালা দেখিয়েছেন।
বিস্ফোরণের পর ওই এলাকার বাতাসের মান কী দাঁড়িয়েছে তার পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করেননি স্থানীয় কর্মকর্তারা।
বুধবার ১১৬ একরের বেশি এলাকাজুড়ে বিস্তৃত কারখানাটির চারদিকে টহল দিচ্ছিল যানবাহন। আর ড্রোন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে।
Massive explosion rocked the Shandong Youdao Chemical plant in Gaomi, China today. 🔥🔥🔥 pic.twitter.com/u4Bytu89nL
— THE UNKNOWN MAN (@Theunk13) May 27, 2025
কারখানাটি থেকে আধা কিলোমিটার দূরের বাসিন্দা লিউ মিং (৬০) জানান, বিস্ফোরণে তার বাড়ি ও কাপড়ের দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর তিনি বাড়ি ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছেন, কিন্তু এখনও স্থির কোনো পরিকল্পনা করেননি।
আরও কয়েক দোকান পরে আরেকটি দোকানের মালিক মাথায় ছোটখাটো একটি আঘাত পেয়েছেন। বিস্ফোরণের সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন।
শানদোং ইয়োডাও কেমিক্যাল প্রকল্পের গাওমি রেনে রাসায়নিক পার্ক কারখানাটিতে কীটনাশক ও ওষুধ তৈরি হতো। কারখানাটিতে তিন শতাধিক কর্মী ছিলেন।