Published : 03 Jun 2024, 04:24 PM
জার্মানির মানহাইম শহরে ডানপন্থিদের বিক্ষোভ সমাবেশ চলাকালে ছুরি হামলায় আহত এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশটির বাডেন ভুয়ের্টেমবার্গ রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার মানমাইমের কেন্দ্রস্থলের একটি মার্কেট চত্বরে ২৫ বছর বয়সী এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এতে ছয়জন গুরুতর আহত হয়৷
“তিনি ওই পুলিশ কর্মকর্তার মাথায় বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন,” বিবৃতিতে বলেছে পুলিশ।
এতে আরও বলা হয়, হামলার পরপরই ২৯ বছর বয়সী ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করে জরুরি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি কোমায় ছিলেন কিন্তু রোববার বিকালে তার মৃত্যু হয়।
রয়টার্স জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলেই হামলাকারীকে গুলি করে, এতে সে আহত হয়। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ম্যানহেইমের কেন্দ্রস্থল থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত একটি লাইভস্ট্রিমে দেখা যায়, ইসলামবিরোধী আন্দোলনকারী মিশায়েল স্টুয়ারজেনবার্গা প্যাক্স আয়য়োপা মুভমেন্টের একটি অনুষ্ঠানে জড়ো হওয়া অল্প কিছু মানুষের উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
হামলায় স্টুয়ারজেনবার্গাও আহত হয়েছেন। কথিত হামলাকারী একজন আফগান বলে জানা গেছে। তিনি ২০১৪ সালে জার্মানিতে গিয়েছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এই ব্যক্তির হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়।
রোববার স্থানীয় সময় সকালে প্রায় ৮০০ জন মানুষ যেখানে এ হামলার ঘটনা ঘটেছিল সেই চত্বরে একটি মানববন্ধনে মিলিত হয়েছিল। ‘সহিংসতা, ঘৃণা ও উত্তেজনার’ বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য তারা এ মানববন্ধনের আয়োজন করেছেন বলে সংগঠকরা বিবিসিকে জানিয়েছেন।