Published : 04 Jan 2025, 11:13 PM
নাইজেরিয়া থেকে আসা বন্দুকধারীরা সীমান্তে ক্যামেরুনের অন্তত পাঁচ সেনাকে হত্যা ও আরও বেশ কয়েকজনকে আহত করেছে।
ক্যামেরুনের বাকিঞ্জাও গ্রামে হামলার এ ঘটনা ঘটে বলে শনিবার জানান দেশটির পার্লামেন্টে স্থানীয় প্রতিনিধি ও স্থানীয় একজন গোষ্ঠী নেতা। বাকিঞ্জাও গ্রামটি নাইজেরিয়ার সীমান্তবর্তী।
রয়টার্স বলছে, সম্প্রতি ক্যামেরুনের নাইজেরিয়া সীমান্ত অঞ্চলের ভূখণ্ড দখলের চেষ্টা করে চলছে নাইজেরীয় বন্দুকধারীরা, এ হামলা সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
ক্যামেরুনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আকওয়ায়া জেলার গ্রাম বাকিঞ্জাও। এই জেলা থেকে নির্বাচিত এমপি আকা মার্টিন টায়োগা রয়টার্সকে জানান, শুক্রবার ভোররাতে হামলার এ ঘটনা ঘটেছে। ওই সময় কয়েকশ সশস্ত্র ফুলানি পশুপালক নাইজেরিয়ার তারাবা রাজ্যের সীমান্ত অতিক্রম করে এসে ক্যামেরুনের একটি সামরিক পোস্টে হামলা চালায়।
আগের দিন ক্যামেরুনের সেনারা বেশ কয়েকজন নাইজেরীয় পশুপালককে হত্যা করেছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে টায়োগা জানিয়েছেন।
বাকিঞ্জাও গ্রামের ঐতিহ্যগত শাসক আগওয়া লিনুস জানান, হামলাকারীরা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে।
“এই প্রথম তারা হামলা চালালো এমন না। এটি খুব দুর্ভাগ্যজনক,” বলেন তিনি।