Published : 25 Dec 2024, 05:38 PM
দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকের সুপ্রিম কোর্ট বিতর্কিত নির্বাচনে ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকে ছড়িয়ে পড়া অস্থিরতার মধ্যে বিক্ষোভ-সহিংসতায় ২১ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।
বিরোধী দলগুলোর ও এর সমর্থকদের দাবি, ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে। ফ্রেলিমোর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেই মূলত দেশজুড়ে বিক্ষোভ করছে তারা। তবে ক্ষমতাসীন দল ভোটে কারচুপির অভিযোগ নাকচ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা পাবলিক সরকারি সম্প্রচারমাধ্যম টিভিএম-কে জানান, “বিক্ষোভে এখন পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
এ ছাড়াও রোন্ডা আশ্বাস দিয়েছেন, সংকটাপন্ন ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সশস্ত্র বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে।
গত সোমবার আদালতের রায়ের আগে থেকেই মোজাম্বিকে উত্তেজনা বিরাজ করছিল। রায় ঘোষণার পর কয়েকটি শহরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
ফ্রিলিমো দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপোর জয় নিশ্চিত হওয়ার পর থেকেই বিরোধীরা ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে। মঙ্গলবার সারাদেশে ব্যাপক সহিংসতা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের যুব সমর্থকরাই এই অস্থিরতার জন্য দায়ী বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা ।