Published : 06 Jul 2025, 02:36 PM
ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার একটি এলাকায় সক্রিয় এক মিলিশিয়া বাহিনীর প্রধান ইয়াসির আবু শাবাব ইসরায়েলি সরকারি আরবি ভাষার রেডিও চ্যানেল মাকানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার যোদ্ধারা ফিলিস্তিনি বংশোদ্ভূত তরুণ, যারা গাজা ভূখণ্ডের কেন্দ্রে থাকা এবং তাদের কোনো রাজনৈতিক মতাদর্শ বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।
এটাই প্রথম এই মিলিশিয়া নেতার সরাসরি সাক্ষাৎকার; আগে তিনি ইমেইলে সাক্ষাৎকার এবং বিবৃতি পাঠের ভয়েস রেকর্ডিং পাঠাতেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
“আমরা হামাসের অন্যায্য ও দুঃসহ দমন-পীড়নের তিক্ত স্বাদ পেয়েছি, আর এই আগ্রাসন মোকাবেলার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছি। হামাসের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, এমনকি গৃহযুদ্ধও হতে পারে, মূল্য যাই হোক না কেন,” বলেছেন আবু শাবাব।
তার বাহিনীর সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যে এক ধরনের যোগাযোগ আছে, সাক্ষাৎকারে প্রথমবার মতো তা স্বীকারও করেছেন তিনি।
“ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় আমরা যে নিরাপত্তা পেয়েছি, এমনটা কোথাও পাইনি। আমরা এসব এলাকায় প্রবেশ করে যেসব অভিযান চালিয়েছি, তাতে প্রত্যাশার বেশি সফলতা এসেছে।
“লক্ষ্য যদি (আইডিএফ থেকে) সহায়তা ও সহযোগিতাই হয়, এর বেশি নয়, কোনো অভিযানে গেলে আমরা তাদেরকে জানিয়ে যাই, তার বেশি কিছু নয়, তারপর আমরাই সামরিক অভিযান চালাই,” বলেছেন তিনি।
গাজা চুক্তি হতে পারে 'আগামী সপ্তাহেই', হামাসের প্রতিক্রিয়ার পর
ইসরায়েলের বেড়ায় পশ্চিম তীরের সিনজিল যেন এক 'বিশাল কারাগার'