Published : 06 Jul 2025, 03:53 PM
ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি, ক্লাউডবাস্র্টস, ভূমিধস ও হড়কা বানে ২০ জুলাই থেকে ৫ জুনের মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত কয়েকদিনে এসব প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটিতে আরও অন্তত ৩৭ জন নিখোঁজ হয়েছেন।
রাজ্যটির মানডি জেলায় মঙ্গলবার থেকে বেশ কয়েটি ক্লাউডবার্স্টের কারণে অনেকগুলো হড়কা বানের ঘটনা ঘটে। তারপর থেকে শনিবার পর্যন্ত জেলাটিতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
শনিবার পর্যন্ত জেলাটিতে নিখোঁজ মানুষের সংখ্যা ৩১ জন ছিল বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো তল্লাশি চালিয়ে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য পুলিশের দলগুলো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মানডির বেশ কয়েকটি এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে আছে।
মানডির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল থুনাগ, গোহর, কারসোগ ও ধরমপুর।
ডিসি অপূর্ব পুনর্বাসন প্রচেষ্টায় সাহয্যের হাত বাড়ানোর জন্য সমাজের সচ্ছল অংশের প্রতি আহ্বান জানিয়েছেন।
বর্ষাকাল শুরু হওয়ার পর ২০ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে রাজ্যটিতে বৃষ্টিজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৭৫ জনের মৃত্যু হয় আর আহত হন মোট ১১৫ জন। এদের মধ্যে মানডিতে ২০ জন ও কাংড়া জেলায় মৃত্যু হয়েছে ১৩ জনের।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের আবহাওয়া বিভাগ রোববার হিমাচলের মানডি, কাংড়া ও সিরমাউর জেলায় কয়েকটি বিচ্ছিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করেছে। এসব এলাকায় অতি ভারি থেকে অত্যন্ত ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে তারা। এর পাশাপাশি চামবা, কাংড়া, মানডি, শিমলা ও সিরমাউরে কয়েকটি অংশে আগামী ২৪ ঘণ্টায় হড়কা বানের ঝুঁকি আছে বলে জানিয়েছে।
এ সময় ভূমিধস, আকস্মিক বন্যা, জলাবদ্ধতা ও দুর্বল অবকাঠামোগুলো এবং ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। জনসাধারণকে জলাশয় ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।