Published : 24 Jun 2025, 05:11 PM
ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে ইসরায়েলের রাতভর হামলায় আরেকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের আগে চালানো ওই হামলায় নিহত হন ইরানের পরমাণু বিজ্ঞানী মোহম্মদ রেজা সেদিঘি সাবের।
তিনি গিলান প্রদেশের আসতানে-ই-আশরাফিয়ে শহরে তার বাবা-মায়ের বাসায় ছিলেন বলে কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন সেদিঘি সাবের। কয়েক দিন আগেই আরেকটি হামলায় তিনি তার ১৭ বছর বয়সী ছেলেকে হারান। সেই হামলা হয়েছিল সাবেরের তেহরানের বাসায়।
সেদিঘি সাবের ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কাজ করতেন। তাকে হত্যার আগে গত ১২ দিনে ইসরায়েল ইরানের আরও অনেক উচ্চপদস্থ পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে।
ইসরায়েল গত ১৩ জুন ইরানে ব্যাপক পরিসরে সামরিক অভিযান শুরু করে। ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালনো এই হামলায় নিহত হন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানীও।
যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেইন রিলেশনসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।