Published : 07 May 2025, 11:48 AM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি জেলায় পেতে রাখা ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণে সাত সেনা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে এ খবর জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযেোগ (আইএসপিআর) ।
ওই বিবৃতিতে মঙ্গলবারের এ হামলার জন্য ‘ভারতের ছায়া বাহিনী তথাকথিত বালুচ লিবারেশন আর্মিকে’ দায়ী করা হয়েছে। এতে আরও জানানো হয়, কাচ্চি জেলার মাচ এলাকায় আইইডি ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলাটি চালানো হয়েছে।
হামলার পর ওই এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ডন জানিয়েছে, সোমবার বেলুচিস্তানের জিওয়ানি এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের একটি টহলযান লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়, এতে বাহিনীটির দুই সদস্য আহত হন। একইদিন পিশিন জেলায় এক কর কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমায় ধ্বংস হয়, কিন্তু ওই কর্মকর্তা অক্ষত অবস্থায় রক্ষা পান।
গত বছর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) দেশটির সরকারের সঙ্গে অস্ত্রবিরতি শেষ করার পর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেতে শুরু করে। ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদের সূচকে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান।