Published : 27 May 2025, 10:08 AM
যুক্তরাজ্যের প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জয়ী লিভারপুল ক্লাবের বিজয় মিছিলে সমর্থকদের ওপর চলন্ত গাড়ির ধাক্কায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
পুলিশ বলছে, সোমবারের এ ঘটনাটির সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই বলে বিশ্বাস তাদের।
পুলিশ জানায়, তারা ’৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে’ গ্রেপ্তার করেছে। সে ‘লিভারপুল এলাকার এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষ’। যে গাড়িটি ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরটিতে শিরোপা জয় উদযাপনরত সমর্থকদের বড় একটি মিছিলের মধ্যে ঢুকে পড়েছিল তিনি সেটির চালক বলে বিশ্বাস তাদের।
রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলেই ২০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানিয়েছেন, আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে চারজন শিশু। তাদের মধ্যে এক শিশু ও এক পূর্ণবয়স্ক ব্যক্তির অবস্থা গুরুতর।
গাড়িটির নিচে চারজন আটকা পড়েছিলেন, দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন।
সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, চলন্ত গাড়িটির ধাক্কায় লোকজন উড়ে পড়ছে।
গাড়িটি থামার পর উত্তেজিত লোকজন এর উপর চড়াও হয় আর ভাংচুর শুরু করে। তারা গাড়ির জানালাগুলো ভেঙে ফেলে কিন্তু চালকের কাছে পৌঁছানোর আগেই পুলিশ এসে বাধা দেয়।
পুলিশের অস্থায়ী উপপ্রধান কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেছেন, “আমাদের বিশ্বাস এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এখন এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে এমন অন্য আর কারও খোঁজ করছি না আমরা। ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।”
স্প্রিং ব্যাংক হলিডের ছুটি থাকার সুযোগে লক্ষাধিক মানুষ নগরীর ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের শিরোপা জয়ের উৎসবে যোগ দিয়েছিলেন। লিভারপুল ক্লাবের ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা ছাদ খোলা দোতালা একটি বাসে প্রিমিয়ার লিগের ট্রফিটি নিয়ে নগরীর কেন্দ্রস্থল দিয়ে ঘুরছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, লিভারপুল দলকে বহনকারী বাসটি পার হয়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর মিছিলে চলন্ত গাড়ি ঢুকে পড়ার ঘটনাটি ঘটে।
ঘটনার পর রয়টার্সের ফটো সাংবাদিক জরুরি বিভাগের কর্মীদের আহতদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যেতে এবং ঘটনাস্থল রাস্তাটিতে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা পড়ে থাকতে দেখেন।
পুলিশ অস্বাভাবিক দ্রুততার সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তির একটি বিবরণ দেয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান সুপার ডাল বাবু বিবিসিকে বলেছেন, সামাজিক মাধ্যমে গুজব ছাড়ানোর আগেই এটি যে ইসলামপন্থিদের কোনো হামলা নয় তা নিশ্চিত করতে এমনটি করা হয়েছে।
গত বছর লিভারপুল শহরের নিকটবর্তী শহর সাউথপোর্টে তিন কিশোরী খুন হয়েছিল। ওই ঘটনার পর হামলাকারীর পরিচয় নিয়ে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে আর তার জেরে কয়েকদিন ধরে টানা দাঙ্গার ঘটনা ঘটে। এবার ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই সন্দেহভাজন হামলাকারীর পরিচয় দ্রুত প্রকাশ করে পুলিশ।
সোমবারের ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী বিবিসি রেডিওকে জানান, রাস্তায় থাকা ভিড়ের মধ্যে লোকজন চিৎকারের শব্দ শুনে সতর্ক হয়েছিল, এতে বেশ কয়েকজন এগিয়ে আসতে থাকা গাড়ির পথ থেকে লাফিয়ে সরে যেতে সক্ষম হন, কিন্তু চালকের মধ্যে গাড়ির গতি কমানোর কোনো লক্ষণ দেখা যায়নি।
কোভিড-১৯ মহামারী চলাকালে সর্বশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। কিন্তু তখন লকডাউন থাকায় তারা বিজয় উদযাপন করতে পারেনি। এবারের উদযাপনে তাই সমর্থকদের ঢল নেমেছিল।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার আগে নগরীর কেন্দ্রস্থলে যেখান দিয়ে মিছিল পার হওয়ার কথা সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। কোন রাস্তা বন্ধ আর কোন রাস্তা ধরে তাদের যেতে হবে তা নিয়ে লোকজন বিভ্রান্ত হয়ে পড়েছিল কারণ সেখানে কোনো সড়ক নির্দেশনা ছিল না।
এ ঘটনায় আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। লিভারপুল ফুটবল ক্লাবও আহদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্স এ ক্লাবটি জানিয়েছে, পুলিশের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হচ্ছে।