Published : 18 Jan 2024, 03:02 PM
ইউক্রেইনের শহর ত্রোস্তিয়ানেৎসে একটি স্কাভেটর কালো ধোঁয়া উড়িয়ে ট্রেন ও বাস ষ্টেশনগুলো থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছে। যাতে সেখানে পুনরায় যাতায়াত ও পরিবহন ব্যবস্থা চালু হতে পারে।
প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে রুশ বাহিনী ইউক্রেইন যে অঞ্চলগুলি মারাত্মকভাবে ধ্বংস করেছে তেমন ছয়টি বসতি সরকারি তহবিলে পুনর্গঠন করার পাইলট প্রকল্প হাতে নিয়েছে কিইভ সরকার। ত্রোস্তিয়ানেৎস তার একটি, রাশিয়া সীমান্ত থেকে শহরটি বড়জোর ৩০ কিলোমিটার দূরে। এই প্রকল্পের মাধ্যমে কিইভ পরবর্তীতে আরও বৃহৎ আকারে দেশ পুনর্গঠনের কাজ শুরু আগে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে চাইছে।
ত্রোস্তিয়ানেৎসের মেয়র ইউরি বোভা বলেন, এই শহরগুলিতে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। নতুবা ইউক্রেইন পুনর্গঠনে সাহায্য করতে পারবেন এমন লাখ লাখ ইউক্রেইনীয় স্থায়ীভাবে ইউরোপে চলে যেতে পারেন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “প্রতিটি ব্যক্তি যারা ফিরে আসবেন, আমরা তাদের জন্য লড়াই করছি।; প্রতিটি শিশু যাদের ফিরে আসা প্রয়োজন এবং এখানে নিজেদের ভবিষ্যৎ গড়ে নেওয়ার।
“হাঁটতে বের হলেই প্রতিদিন চারপাশে এসব দেখা, যেকোনো ব্যক্তিকে মানসিকভাবে আতঙ্কগ্রস্ত করে দেবে। আমাদের সবকিছু পুনর্গঠন করতে হবে। কফিশপ, লাইব্রেরি, কারখানা, স্কুল ও হাসপাতাল দিয়ে যে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।”
কিইভের বেশ কয়েকজন কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে ইউক্রেইনের পুনর্গঠন কাজ শুরু করা গুরুত্বের বিষয়ে ইঙ্গিত দেন। যে কাজের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন। সবথেকে দ্রুত পুনর্গঠন করতে হবে হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র এবং রেল যোগাযোগ ব্যবস্থা।
আর কয়েকদিনের মধ্যেই তৃতীয় বছরে পা দেবে ইউক্রেইন যুদ্ধ। এখন পর্যন্ত এ যুদ্ধ অবসানের কোনো আশা দেখতে পাওয়া যায়নি। অর্থের অভাবে ইউক্রেইন এখন রাশিয়ার নতুন করে চালানো হামলা প্রতিহত করে যাচ্ছে শুধু। তার আগে গত বছর ইউক্রেইনীয় সেনাবাহিনী যে পাল্টা আক্রমণ শুরু করেছিল তা চরমভাবে ব্যর্থ হয়েছে।
এদিকে মস্কো যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের অঞ্চলগুলোতে নতুন করে ব্যাপক আকাশ হামলা শুরু করেছে।