Published : 02 Dec 2024, 03:21 PM
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া, বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছেন। শনি ও রোববারের এসব ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্যসহ চার আইন প্রয়োগকারীও নিহত হয়েছেন।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলার বাকা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে পাঁচ জঙ্গি নিহত ও আরও নয়জন আহত হন। এ সময় দুইপক্ষের গোলাগুলিতে পাকিস্তান সেনাবাহিনীর এক সিপাহি নিহত হন।
পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ার খাইবার জেলার শাগাই এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন। এখান থেকে নিরাপত্তা বাহিনী আরও দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
তবে শাগাইয়ের এই অভিযান দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনীর ২৫ বছর বয়সী এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। এখানে নিহত জঙ্গিদের মধ্যে একজন জুনে কাহলিল জিব্রান নামের এক সাংবাদিক হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
একই প্রদেশের লাক্কি মারওয়াত জেলার দাররা পেজু শহরের এক থানায় সশস্ত্র হামলাকারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
পৃথক আরেক ঘটনায় পাঞ্জাবের মিয়ানওয়ালি পুলিশ চাপরি থানায় চালানো এক হামলা প্রতিহত করে। এ সময় হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে চার জঙ্গি নিহত হয়। এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রায় ২০ জনের মতো জঙ্গি রকেট লঞ্চার ও হাত বোমা নিয়ে থানাটিতে আক্রমণ চালিয়েছিল।
রোববার রাতে খাইবার পাখতুনখওয়ার মার-দান পুলে পাহাড়পুর তেহশিল পুলিশের ভ্যানে অজ্ঞাত একদল ব্যক্তি হামলা চালায়। এতে পুলিশের এক এএসআই নিহত ও আরও দুই পুলিশ সদস্য আহত হন।
রোববার পৃথক আরেক ঘটনায় বেলুচিস্তান প্রদেশের শেরানি জেলার মুঘল কোট এলাকায় সশস্ত্র জঙ্গিরা অবস্থান করছে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াইয়ে সন্দেহভাজন চার জঙ্গি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।