Published : 14 May 2024, 07:09 PM
বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে ভারতের আসামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসাম পুলিশ এক বিবৃতিতে বলেছে, সোমবার গ্রেপ্তার হওয়া দুজন বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে গুয়াহাটি শহরে অবস্থান করে নতুন সদস্য সংগ্রহ করছিলেন।
গ্রেপ্তার দুজনকে বাংলাদেশি বলে দাবি করা হলেও তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি আসাম পুলিশ।
ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ‘এবিটির দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। আসামের তরুণদের মৌলবাদে উদ্বুদ্ধ করে এবিটিতে নিতে কাজ করছিলেন তারা।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার দুজনের কাছে পাসপোর্ট নেই। তারা ভারতীয় কাগজপত্র তৈরি করিয়ে আসামে ‘সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিতে’ কাজ করছিলেন।
আধার ও প্যান কার্ডসহ তাদের কাছ যে কাগজপত্র পাওয়া গেছে, সেগুলো জাল বলে পুলিশের ভাষ্য।
ডেকান হেরাল্ড লিখেছে, ভারতীয় উপমহাদেশে আল কায়েদার সহযোগী হিসেবে কাজ করে এবিটি। এ দুটি সন্ত্রাসী সংগঠনসহ তাদের অধীনে চলা সব সশস্ত্র শাখা বাংলাদেশ ও ভারতে নিষিদ্ধ।
২০১৫ সালে এবিটিকে বাংলাদেশে নিষিদ্ধ হয়। ব্লগার রাজীব হায়দারসহ বেশ কয়েকজনকে হত্যার সঙ্গে এ সংগঠনের নাম উঠে আসে। তারা ব্যাংক ডাকাতিও করে। সারা দেশে জঙ্গিবাদী ত্রাস ছড়াতে জঙ্গি তৎপরতা অব্যাহত রেখেছে জঙ্গি সংগঠনটি।
২০১৩ সালে এবিটির প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী গ্রেপ্তার হন। চলতি বছরের ২১ জানুয়ারি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
পুরনো খবর
আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ