Published : 20 May 2024, 03:03 PM
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফেরার পথে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও পক্ষগুলো প্রতিক্রিয়া জানাচ্ছেন, শোক প্রকাশ করেছেন। তাদের মৃত্যুতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও প্রতিক্রিয়া জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, হামাসের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি ইরানের সঙ্গে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে।
হামাস বলেছে, তারা ‘ভ্রাতৃসম ইরানি জনগণের কষ্ট ও দুঃখের অনুভূতির অংশীদার’।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েলের চরম শত্রু হয়ে আছে। ইরান মধপ্রাচ্যজুড়ে বছরের পর বছর ধরে তাদের বিভিন্ন ছায়া বাহিনীগুলো গড়ে তুলেছে, যাদের মধ্যে হামাস অন্যতম। হামাসকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের সমর্থন দিয়ে আসছে তেহরান।
বিবৃতিতে হামাস বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতরা ‘দেশটির অন্যতম সেরা নেতা ছিলেন যারা ইরানের দীর্ঘ প্রতিরোধ যাত্রায় ছিলেন’।
ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি এসব নেতারা ‘সংহতি’ জানিয়েছিলেন উল্লেখ করে তাদের প্রতি ‘গভীর শ্রদ্ধা’ প্রকাশ করেছে হামাস।
আরও পড়ুন:
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু