Published : 12 May 2025, 10:20 PM
ইসরায়েলের অবরোধে গাজার প্রায় ২১ লাখ ফিলিস্তিনি চরম খাদ্য সংকটে পড়েছে এবং দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে' রয়েছে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি-র নতুন এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (আইপিসি) সোমবার জানায়, ২০২৪ সালের অক্টোবর থেকে পরিস্থিতির ‘গুরুতর অবনতি’ হয়েছে, তবে দুর্ভিক্ষ এখনও চলছে না।
দুই মাসের যুদ্ধবিরতি গাজায় কিছুটা স্বস্তি আনলেও মার্চের শুরুর দিকে আবার সংঘর্ষ শুরু হওয়ায় এবং ইসরায়েল ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় সেই অগ্রগতি ‘উল্টে গেছে’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, গাজায় ২ লাখ ৪৪ হাজার মানুষ বর্তমানে ‘বিপর্যয়কর’ পর্যায়ের খাদ্য অনিশ্চয়তায় রয়েছে। জরুরি পদক্ষেপ না নিলে দুর্ভিক্ষের সম্ভাবনা ক্রমই বাড়ছে।
মার্চের মাঝামাঝি গাজায় আবার অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে ৭০ দিন ধরে খাদ্য ও ওষুধসহ ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে। ইসরায়েল বলছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তিতে চাপ তৈরিতেই তারা এ পদক্ষেপ নিয়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অবরোধের নিন্দা জানিয়েছে। সীমান্তে সহায়তা প্রস্তুত থাকলেও ঢুকতে পারছে না বলে জাতিসংঘ জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো, এই অবরোধকে যুদ্ধাপরাধের শামিল এবং 'অনাহারের নীতি’ বলে বর্ণনা করছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার ৫ লাখ মানুষ, অর্থাৎ প্রতি পাঁচজনে একজন অনাহারে রয়েছে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ৫ বছরের কম বয়সী প্রায় ৭১ হাজার শিশুর তীব্র অপুষ্টিতে ভোগার শঙ্কা রয়েছে।
“অনেক পরিবার খাবারের জন্য ভিক্ষা করছে, এমনকি আবর্জনা সংগ্রহ করে বিক্রি করছে,” প্রতিবেদনে বলা হয়।
‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (আইপিসি) জানায়, অক্টোবরের তুলনায় পরিস্থিতির এই অবনতি বিশ্বব্যাপী সংঘাতে ঘেরা অন্যতম ভয়াবহ মানবিক সংকটের প্রতিফলন।
গাজায় ১৯ লাখ ৫০ হাজার মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৯৩ শতাংশ চরম খাদ্য সংকটে রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
আইপিসি হচ্ছে জাতিসংঘ, দাতা সংস্থা ও বিভিন্ন সরকারের সমন্বয়ে পরিচালিত একটি মূল্যায়ন সংস্থা, যার ভিত্তিতে আন্তর্জাতিক মহল দুর্ভিক্ষ ঘোষণা করে।
তবে, ইসরায়েলি কর্মকর্তারা গাজায় দুর্ভিক্ষ বা অনাহারের অভিযোগ অস্বীকার করেছেন, যুদ্ধবিরতির সময় যথেষ্ট পরিমাণে ত্রাণ প্রবেশ করেছিল বলে দাবি করেছেন তারা।
এই প্রতিবেদন প্রকাশের মধ্যেই হামাস ঘোষণা দিয়েছে, ইসরায়েলি-আমেরিকান নাগরিক এডান আলেক্সান্ডারকে মুক্তি দেবে তারা। এই উদ্যোগ যুদ্ধবিরতি আলোচনা এবং গাজায় সহায়তা প্রবেশের পথ সুগম করবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।