Published : 05 May 2025, 10:09 AM
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি নদীতে ‘হঠাৎ তীব্র বাতাসে’ পর্যটকবাহী চারটি নৌকা উল্টে গিয়ে ৮৪ জন পানিতে পড়ে যান, তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নদী থেকে ৭৪ জনকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
রোববার চিয়ানশি শহরের কাছে লিউচং নদীতে ঘটনাটি ঘটে। ডুবে যায়নি এমন একটি নৌকায় থাকা এক পর্যটক বেইজিং নিউজকে জানান, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটে, ভারি বৃষ্টি শুরু হয় আর পানির উপরের অংশ কুয়াশায় ছেয়ে যায়।
চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, রোববার সকালে গুইঝৌসহ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদেশিক কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দেন। তল্লাশি ও উদ্ধারকাজে প্রায় ৫০০ উদ্ধারকর্মী নিয়োগ করা হয়।
উদ্ধার পাওয়া ৭৪ পর্যটককে রোববার বিকালে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।