Published : 03 Jul 2025, 06:16 PM
জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিতের যে সিদ্ধান্ত ইরান নিয়েছে তাকে অগ্রহণযোগ্য অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস।
জুনে ১২ দিনের যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরান আনুষ্ঠানিকভাবে আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত করে।
“আমরা যে শব্দ ব্যবহার করতে পারি, সেটা হল- অগ্রহণযোগ্য। ইরান এমন এক সময়ে আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিতের পথ বেছে নিয়েছে যখন আগের পথ উল্টে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার সুযোগ ছিল,” বুধবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে ব্রুস এমনটাই বলেছেন বলে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।
ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে এ অভিযোগ এনে গত মাসের মাঝামাঝি আচমকা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনায় তুমুল হামলা করে বসে ইসরায়েল। ইরান পাল্টা জবাব দিলে বেধে যায় দুই পক্ষের মধ্যে আকাশপথে যুদ্ধ।
এরই এক পর্যায়ে তেল আবিবের সঙ্গী হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে ওয়াশিংটন। ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধ পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় থামে।
তেহরান যদি এরপরও পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা চালায় তাহলে ইরানে আরও হামলার নির্দেশ দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর মধ্যে হুঁশিয়ারিও দিয়েছেন।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি বারবারই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না।
ব্রুস বলেছেন, দেরি না করে যত দ্রুত সম্ভব আইএইএ-কে সহযোগিতা করা উচিত ইরানের। এসব সহযোগিতার মধ্যে আছে, প্রয়োজনীয় সব তথ্য দেওয়া, যার সাহায্যে ইরানের গোপন পারমাণবিক উপাদান সম্পর্কিত পুরনো প্রশ্নগুলোর সমাধান করা যায়। এর পাশাপাশি তাদের নতুন ঘোষিত সমৃদ্ধকরণ স্থাপনায় পূর্ণ প্রবেশাধিকারও দিতে হবে।
“ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না, পারবে না,” বলেছেন তিনি।