Published : 14 Feb 2025, 12:51 PM
দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে একটি নির্মাণাধীন হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০মিনিটের দিকে নির্মাণাধীন বানিয়ান ট্রি হোটেলের একতলায় সুইমিং পুলের কাছাকাছি থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান বুসান দমকল সদরদপ্তরের।
আটকে পড়া অনেককে উদ্ধারে দমকল বাহিনী হেলিকপ্টারও ব্যবহার করেছে, জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।
নির্মাণাধীন ওই হোটেলের ভেতর আর কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ছয় মৃত্যুর পাশাপাশি ৭ জন সামান্য আহত হয়েছে। প্রায় ১০০ কর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন লাগার সময় হোটেলটির আশপাশে কয়েকশ কর্মী ছিল বলে স্থানীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
দমকল কর্মীরা এখন ভবনের ভেতর উদ্ধার অভিযান শুরু করেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক আগুন নেভাতে ও উদ্ধার অভিযান পরিচালনায় সম্ভব সব কিছু করতে নির্দেশ দিয়েছেন।